• কাতারে কাতারে সমর্থক, ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে মরিয়া কুয়াদ্রাত ...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বছর পর সর্বভারতীয় ট্রফি জয়ের হাতছানি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে কলকাতা থেকে ভুবনেশ্বরে হাজির ইস্টবেঙ্গল সমর্থকরা। শনিবার রাতের ট্রেনে প্রচুর সাপোর্টার এসেছে। স্টেশন, নয়াপল্লি সংলগ্ন হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে না। প্রচুর সমর্থক দুপুরের মধ্যে চলে আসবে। ইস্টবেঙ্গল আল্ট্রাসের চারটে বাস আসছে। প্রিয় দলের জয় দেখতে তর সইছে না সমর্থকদের। তবে সবটাই নির্ভর করছে দুই ব্যক্তির ওপর। সুপার কাপের ফাইনাল দুই স্প্যানিয়ার্ডের ক্ষুরধার মস্তিষ্কের লড়াই। একইসঙ্গে সম্মানের লড়াই কার্লেস কুয়াদ্রাতের কাছে। তিনি যে হটসিটে বসে আছেন, সেখানে ইস্টবেঙ্গলের প্রথম পছন্দ ছিল সের্জিও লোবেরা। তিনি শেষমুহূর্তে ডিগবাজি খাওয়ায় কুয়াদ্রাতকে কোচ করে আনা হয়েছে। ইস্টবেঙ্গলের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চ্যালেঞ্জ তাঁর কাছে। দায়িত্ব নিয়েই প্রথম অগ্নিপরীক্ষায় পাস করেছেন। ডুরান্ড কাপের ফাইনালে দলকে তুললেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার সেই অধরা লক্ষ্য পূরণের জন্য নামবেন। শেষ ন"টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে ইস্টবেঙ্গল। লাল হলুদের স্প্যানিশ কোচের বিশ্বাস, সেরাটা দিতে পারলে ফাইনালেও জেতার ক্ষমতা আছে তাঁর দলের। কুয়াদ্রাত বলেন, "মরশুমের দ্বিতীয় ফাইনালে ওঠা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ডুরান্ড কাপের ফাইনালে জিততে পারিনি। তাই এবার সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করব। আমরা ভাল জায়গায় আছি। অনেক দিন ধরেই ভাল রেজাল্টের জন্য লড়ছি।" প্রতিপক্ষ ওড়িশাকে সমীহ করছেন কুয়াদ্রাত। চলতি মরশুমে সবচেয়ে ধারাবাহিক দল ওড়িশা। ১৫ ম্যাচে অপরাজিত। এবার সেই ছন্দ কাটতে তৈরি। কুয়াদ্রাত বলেন, "দুটো দলই ভাল ছন্দে আছে। আমরা যেমন ভাল খেলছি, ওড়িশাও অনেকদিন ধরে অপরাজিত। আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ। তবে আমরা প্রত্যেক ম্যাচে গোল পাচ্ছি। ফাইনালেও পেতে হবে। আমরা সব সময়ই জেতার লক্ষ্য নিয়ে নামি।" গত বছর ওড়িশার জার্সিতে সুপার কাপ জিতেছিলেন সল ক্রেসপো‌।‌ এবার জার্সি বদলালেও লক্ষ্য এক। প্রতিপক্ষকে হাতের তালুর মতো চেনেন। সেই ফায়দা তোলার চেষ্টা করবেন। গতবছর ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ে সুপার কাপ জিতেছিল ওড়িশা। এবার খেতাব ধরে রাখাই চ্যালেঞ্জ লোবেরার সামনে। তিনি বলেন, "এএফসি কাপে আমরা মোহনবাগান, বসুন্ধরা কিংসের মতো শক্তিশালী দলকে হারিয়েছি। সুপার কাপে এফসি গোয়া, মুম্বই সিটির বিরুদ্ধে জিতেছি। ফাইনাল নিয়ে আমি আশাবাদী। ছেলেরা প্রমাণ করেছে যে বড় ম্যাচ খেলার জন্য ওরা প্রস্তুত।" খেতাব ধরে রাখার বিষয়ে আশাবাদী ওড়িশার ডিফেন্ডার কার্লোস দেলগাদোও। 
  • Link to this news (আজকাল)