• প্রশান্ত কিশোর
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অষ্টম বারের মত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। আর কিছুক্ষনেই সম্ভাবনা তাঁর নবম বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসার। ঠিক তার আগেই ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের। দেশের রাজনীতিতে কিশোর চর্চিত নাম। প্রত্যক্ষ রাজনীতি থেকে রাজনীতির কৌশল তৈরি, তাঁর বিচরণ সব জায়গাতেই। রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বলছেন, বিজেপির সঙ্গে নীতীশ কুমার ফের জোট বাঁধলেও, তা হবে ক্ষণস্থায়ী। ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর, এই জোট আর টিকবে না বেশি দিন। এমনকি প্রশান্ত কিশোর মনে করছেন, ২০২৫ সালের বিহারের বিধানসভা নির্বাচন পর্যন্তই টিকবে না। লোকসভা নির্বাচনের আগে বা পরে, যে জোটের সঙ্গেই নীতীশ কুমার থাকুন না কেন, তিনি ২০টির বেশি আসন পাবেন না। নীতীশ ২০ টির বেশি আসন পেলে, প্রশান্ত কিশোর তাঁর কাজ থেকে অব্যাহতি নেবেন বলেও জানান এদিন।
  • Link to this news (আজকাল)