• নাড়ুর লোভে বাড়ির দেওয়াল ভেঙে রান্নাঘরে হাতি, শোরগোল বানারহাটে ...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: নাড়ুর লোভে রান্নাঘরে ঢুকে পড়ল হাতি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বানারহাট আদর্শপল্লী ২ নম্বর কলনীতে। জানা গিয়েছে আজ রাতে মোরাঘাট জঙ্গল থেকে বেড়িয়ে ১৭ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে হাতির একটি দল বানারহাট কলনীর কাছাকাছি চলে আসে। এর পরই এই দলের একটি হাতি কলনীতে চলে আসে। হাতির হামলায় দীপা দাসের বাড়ির উঁচু পিলারে লাগানো জলের ট্যাঙ্কটিও ভেঙে যায়। সেই সময় ননীগোপাল মহন্তের বাড়িতে নাড়ু বানানো হচ্ছিল। নারকেলে গুড়ের পাক দেওয়ার গন্ধ চারিদিকে ম-ম করছে। সম্ভবত হাতিটি এই গন্ধেই রান্নাঘরের দেওয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরের দেওয়াল ভাঙতে দেখে বাড়ির সকলে হতভম্ব হয়ে পড়েন। তা্রা প্রাণ হাতে নিয়ে পালান। হাতিটি ঘরে ঢুকে সেখানে রাখা চাল ও আনাজপাতি সাবাড় করে। গ্যাসের উপর চাপানো গরম কড়াইয়ে তখনও ছিল নাড়ু তৈরির সামগ্রী। হাতিটি সেটি চেখে দেখেছে কি না তা জানা না গেলেও - ঘরে ঢুকে পড়ার পর মিনিট পনেরো সে ছোট্ট ঘরটির ভেতরেই আটকে থাকে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বনদপ্তরে খবর দিলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা হাতিটিকে তাড়িয়ে আবার জঙ্গলে ফেরান। স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং বানারহাট থানার পুলিশ কর্মীরা ও গোয়েন্দা বিভাগের আধিকারিকেরাও ঘটনাস্থলে আসেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের কাছে চা বাগান সংলগ্ন এলাকায় পর্যাপ্ত জোরাল আলো লাগানোর আবেদন জানান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তেরা আবেদন জানালে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে।
  • Link to this news (আজকাল)