• কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের মিছিল
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। একাধিকবার এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বারবার আর্জি জানিয়েও মেলেনি ১০০ দিনের কাজের টাকা। আবাস যোজনার প্রকল্পেও দীর্ঘদিন ধরে মিলছে না টাকা। রবিবার সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়। গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত যায় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমারের মত তৃণমূল নেতারা। মিছিলে পা মেলান দলের বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থকরা। হাজরায় তৃণমূলের সভা থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা দিক কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, এই টাকা রাজ্যের ন্যায্য পাওনা। ভারতের সংবিধান অনুসারে এই টাকা কেন্দ্র আটকে রাখতে পারে না। ছাত্র-যুব সকলকে নিয়ে তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রী নিজেও পথে নেমে লড়াই করছেন। যতদিন না প্রাপ্য টাকা মিলবে ততদিন এই প্রতিবাদ চলবে।
  • Link to this news (আজকাল)