• আমরণ অনশনে সংগ্রামী যৌথ মঞ্চ, অসুস্থ দুই অনশনকারী
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০ জানুয়ারি থেকে আমরণ অনশনে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারী কর্মীরা। ৩৬৭ দিন ধরে তিন দফা দাবি নিয়ে শহীদ মিনারের সামনে অবস্থান বিক্ষোভ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান, স্বচ্ছ নিয়োগ সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি নিয়ে চলছে বিক্ষোভ। নবান্ন অভিযান, ধর্মঘটের মতন একাধিক কর্মসূচি পালন করেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি সংগ্রামী যৌথ মঞ্চ। বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা সংগ্রামী যৌথ মঞ্চে এসে তাঁদের পাশে থাকার কথা জানিয়েছেন। হাজরা, শিয়ালদহ এবং হাওড়া থেকে ১৯ জানুয়ারি মহা মিছিলের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। দাবি পূরণের জন্য ২০ জানুয়ারি দুপুর একটা পর্যন্ত মুখ্যমন্ত্রীকে সময় বেঁধে দেয় তাঁরা। এরপর দুপুর দুটো থেকে আমরণ অনশনে বসে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীরা। রবিবার নয়দিনে পা দিল সংগ্রামী যৌথ মঞ্চের অনশন। তিনজন অনশনকারীর মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
  • Link to this news (আজকাল)