• মেধাবী এবং দুস্থ পড়ুয়াদের স্কলারশিপের বরাদ্দ বাড়াল রাজ্য সরকার...
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মেধাবী তথা দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবর্ষে এই খাতে ১৫০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।তা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থীদের মার্চ মাসের মধ্যে অ্যাকাউন্টে বৃত্তির টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং,পলিটেকনিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।উল্লেখ্য, গত আর্থিক বছরে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ খাতে রাজ্য সরকার ১৪০০ কোটি টাকা ব্যয় করেছিল।
  • Link to this news (আজকাল)