• ফের নামল পারদ, বাংলায় জাঁকিয়ে ঠান্ডা আর কতদিন'
    আজকাল | ২৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় সকালে ফের কনকনে ঠান্ডার আমেজ জেলায় জেলায়। গতকালের তুলনায় খানিকটা নামল তাপমাত্রার পারদ। জাঁকিয়ে ঠান্ডা আর কতদিন থাকবে বঙ্গজুড়ে? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার পর্যন্ত এমন ঠান্ডার আমেজ থাকবে। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
  • Link to this news (আজকাল)