• সকালে ইস্তফা; বিকেলেই শপথ, নবম বার বিহারে মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ
    ২৪ ঘন্টা | ২৮ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার শপথ। পঞ্চমবার জোট বদল করে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। সকালে ইস্তফা যখন দিয়েছিলেন তখনই জানা গিয়েছিল বিকেলেই রাজ্যপালের কাছে গিয়ে শপথ নেবেন নীতীশ। কারণ তাঁর পেছনে রয়েছে বিজেপির শক্তি। সেটাই হল। 'ইন্ডিয়া' জোটের অন্যতম কারিগর বলে যাকে মনে করা হতো সেই নীতীশ জোটকে ডুবিয়ে আশ্রয় নিলেন এনডিএ শিবিরে। শপথগর্হণ অনুষ্ঠানে হাজির বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

    নীতীশের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন জেডিইউয়ের বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ ও শাওয়ান কুমার। এদের সঙ্গেই বিজেপি নেতা সম্রাট চৌধুরী, ডা প্রেম কুমার, বিজয় সিনহা, হিন্দুস্থান আওয়াম মোর্চার প্রেসিডেন্ট ডা সন্তোষ কুমার ও নির্দল বিধায়ক সুমিত কুমারও মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। সম্রাট চৌধুরী ও সুমিত কুমার সম্ভবত বিহারের উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন।বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার প্রথমবার শপথ নেন ২০০০ সালের মার্চে। দ্বিতীয়বার শপথ নেন ২০০৫ সালের নভেম্বরে। তৃতীয়বার ২০১০ সালে নভেম্বরে। চতুর্থবার ২০১৫ সালের ফেব্রুয়ারিতে। পঞ্চমবার ২০১৫ সালের নভেম্বরে। ষষ্ঠবার ২০১৭ সালের জুলাইয়ে। সপ্তমবার ২০২০ সালের নভেম্বরে। অষ্টমবার ২০২২ সালের অগাস্টে। আর নবম বার ২০২৪ সালের ২৮ জানুয়ারি।  আরজেডি নেতা তেজস্বী যাদব এক সময় নীতীশকে বলতেন 'পাল্টু চাচা'। গত বিধানসভা নির্বাচনে সেই নীতীশের হাত ধরেই মিলিজুলি সরকার গড়েছিল আরজেডি, জেডিইউ, কংগ্রেস। এবার পেল পাল্টি খেলেন নীতীশ। তাঁর দাবি তাঁর সহ্গে রয়েছে ১২৮ বিধায়ক। এর মদ্যে বিজেপির ৭৮ জন, জেডিইউয়ের ৪৫ জন, হাম-এর ৪ বিধায়ক ও ১ জন নির্দল বিধায়ক।সবিস্তার আসছে......
  • Link to this news (২৪ ঘন্টা)