• IND vs ENG: ভারত হারতেই উল্লাস বাংলাদেশের! টাইগারদেরও পিছনে এখন টিম ইন্ডিয়া
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
  • India vs England 1st Test, WTC Point Table:

    ভারত হারতেই রীতিমতো উল্লাস বাংলাদেশের। কারণ, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ম্যাচে হারার পর ভারত এখন চলে গেল টাইগারদেরও পিছনে। রবিবারই বাজবল কায়দায় ঘূর্ণিপিচে ভারতকে প্রথম টেস্টে হারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দেয় ইংল্যান্ড। একাই সাত উইকেট তুলে নেন টম হার্টলি। ম্যাচে ২৮ রানে জয় পেয়েছে বেন স্ট্রোকসের দল। আর, তার জেরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল রোহিত বাহিনী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)