Bihar CM: পদত্যাগের পর ফের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এই নিয়ে নয় বার শপথগ্রহণ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
Bihar Politics-Nitish Kumar News:
রবিবার বিহারের রাজভবনে এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। আরজেডির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নীতীশ ফের সরকার গড়লেন বিজেপির সঙ্গে। এই নিয়ে তিনি নবমবারের মত বিহারের মুখ্যমন্ত্রী হলেন। বিজেপির পক্ষ থেকে শপথ গ্রহণ করলেন দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয়কুমার সিনহা। এছাড়াও বিজেন্দ্রপ্রসাদ যাদব, সন্তোষকুমার সুমন, শ্রাবণ কুমার-সহ আরও ছয় মন্ত্রীও রবিবার শপথ গ্রহণ করেছেন।