• ভিঞ্চির চিরস্মরণীয় সৃষ্টি মোনালিসার ছবিতে স্যুপ ছুঁড়ে প্রতিবাদ...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  পৃথিবী বিখ্যাত ইটালিয়ান চিত্রকর লিওনার্দো দ্যা ভিঞ্চির অমর চিত্রকর্ম মোনালিসা সংরক্ষিত আছে প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে। চিত্রকর্মটির দিকে স্যুপ ছুঁড়ে প্রতিবাদ জানাল একদল বিক্ষোভকারী। চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় এর কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটি ভিডিওতে দুই বিক্ষোভকারীকে ‘স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য’-এর অধিকারের দাবি জানাতে দেখা গেছে। তাঁরা অভিযোগ করে বলেছে, ‘আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ’।মোনালিসার ছবিটি ১৯৫০ দশকের গোড়ার দিকে নিরাপত্তা কাঁচ দিয়ে সুরক্ষিত করা হয়। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুঁড়ে মারার পর এটি ক্ষতিগ্রস্ত হয়। তারপরেই এটিকে সুরক্ষিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ বলেছিল, এটির সুরক্ষায় বুলেটপ্রুফ গ্লাসের আরও স্বচ্ছ ফর্ম স্থাপন করেছে তারা। এর আগে ২০২২ সালে অক্টোবরেও চিত্রকর্মটির দিকে কেক ছুঁড়ে মেরেছিলেন এক প্রতিবাদকারী। কেক ছুঁড়ে তিনি মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ আহ্বান জানানোর বার্তা দিয়েছিলেন। ছবিটি ১৯১১ সালে ল্যুভর থেকে চুরি হয়। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ তোলপাড় সৃষ্টি করে। ভিনসেনজো পেরুগিয়া নামের জাদুঘরের এক কর্মচারী ছবিটি রাতারাতি আলমারিতে লুকিয়ে রাখে। ২ বছর পর ছবিটি যখন তিনি ইতালির ফ্লোরেন্সের একজন অ্যান্টিক জিনিসপত্র কেনাবেচাকারী ডিলারের কাছে বিক্রির চেষ্টা করেন তখন এটি উদ্ধার করা হয়।
  • Link to this news (আজকাল)