• সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ কর্মীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিচালনার সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থার পাঁচজন কর্মীকে অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাগরদিঘি থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল। স্থানীয় সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থায় কাজ পাওয়ার জন্য সাগরদিঘির বেশ কয়েকজন যুবক সম্প্রতি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে গিয়ে কোম্পানি কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছিলেন। অভিযোগ ওই কোম্পানি স্থানীয় যুবকদের কাজ না দিয়ে বাইরে থেকে কর্মী নিয়ে এসে সমস্ত কাজ করাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বেসরকারি সংস্থায় কাজ না পেয়ে গত ২৪ তারিখ কয়েকজন যুবক কোম্পানির অফিসে ঢুকে ভাঙচুর চালায়। তবুও ওই বেসরকারি কোম্পানি স্থানীয় কাউকে কাজ দিতে রাজি হয়নি বলে অভিযোগ। ২৪ জানুয়ারি রাতে সংস্থার কর্মীরা যখন একটি বাসে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন যুবক ওই বাসটিকে আটকে ওই সংস্থার ৫ শীর্ষ আধিকারিককে অপহরণ করে বলে অভিযোগ। সংস্থার দুই আধিকারিককে ব্যাপক মারধরও করা হয় বলে অভিযোগ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ওই বেসরকারি সংস্থার কর্মীদের অপহরণের কয়েক ঘন্টার মধ্যেই সেদিনই তাঁদের একটি মাঠ থেকে উদ্ধার করেছে সাগরদিঘি থানার পুলিশ। অপহরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আসাদুল মল্লিক নামে এক ব্যক্তিকে গত ২৫ জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছে এবং অশোক ঘোষ নামে অপর এক অভিযুক্তকে শনিবার রাতে হরিরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানার পুলিশ। সাগরদিঘি থানা সূত্রে খবর, এই অপহরণের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
  • Link to this news (আজকাল)