• শিল্পীর বই প্রকাশে আর্ট কলেজের মডেলরা
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্রতিনি শিল্পী। তিনি ভিজ্যুয়াল স্টোরি টেলার। তাঁর আঁকা ছবি ব্যাপক হারে ভাইরাল হয় সমাজ মাধ্যমে। তাঁর ইলাস্ট্রেশনে বারবার ভরসা রাখে ধর্মা, যশরাজ ফিল্মস, রেড চিলিস । এই অনিকেত মিত্র আবার বড় হয়েছেন উত্তর কলকাতার গলিতে দৌড়ে দৌড়ে। কিনু গোয়ালার সব গলি রাজপথে না মিশলেও, অনিকেত তাঁর জীবনে দেখেছেন, বুকের ভেতর স্বপ্ন বাসা বাঁধলে, সেই স্বপ্ন একদিন গলি ছাড়িয়ে নিয়ে যাবেই দূরের পথে। আর এই গলি পথ থেকে দূরের অচেনা রাস্তায় গিয়ে দাঁড়ানো সমস্ত টুকুকে এবার দু" মলাটের ভেতর জড়ো করলেন তিনি। প্রকাশিত হল তাঁর প্রথম বই "কথার কথা"। প্রথম বইয়ের উদ্বোধনেও পৃথক ভাবনা তাঁর। বইমেলা প্রাঙ্গণে তাঁর বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গভর্নমেন্ট আর্ট কলেজের মডেল ফুলদি, শোভা দি, সরস্বতী দি। বই প্রকাশ অনুষ্ঠানে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন। অনিকেত বলছেন, "এই মডেল দিদিরা না থাকলে, তৈরি হতে পারতাম না আমরা, তাই বইয়ের প্রকাশ ভাবার সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম উদ্বোধন করবেন ফুলদিরাই।" ভাই অনিকেতের বই উদ্বোধনে এসে তাঁদের খুশির শেষ নেই, আশীর্বাদ করলেন, খুশি হয়ে তুললেন সেলফি।  আর প্রথম বই? শিল্পী, লেখক অনিকেতের বক্তব্য, তিনি বহু বছর ধরে ঘরের কথা, বাইরের কথা অল্প অল্প করে যা লিখেছিলেন, তা আদতে নিঃশব্দে জড়ো করে রেখেছিলেন তাঁর স্ত্রী প্রিয়ম। তার পরেই ভাবনা আসে উত্তরের গলির ওষুধের দোকান, দুর্গা পুজো, পথের ধারের জীবন, ঘাটের বুড়ো সন্ন্যাসী আর কলেজ শেষে সদ্য চাকরিতে ঢোকা যুবকের কথা গুছিয়ে রাখার, যে ধীরে ধীরে নিজের শিকড় আকঁড়ে ধরেই পা বাড়াচ্ছে দূরের দিকে, স্বপ্নের দিকে। প্রতিটি লেখার সঙ্গেই বইয়ের পাতায় পাতায় রয়েছে শিল্পীর নিজের আঁকা ছবি।
  • Link to this news (আজকাল)