অবাক করা প্রতিমা, চোখ জোড়ানো শিল্পকর্ম দিয়ে তিনি কয়েকদশক ধরেই বাঙালির মনন-চিন্তা-সংস্কৃতি- আবেগকে ছুঁয়ে গিয়েছেন। তাঁর শিল্পের জাদুর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমান ভাবে জনপ্রিয়। কুমোরটুলির সঙ্গে শিল্পীর যেন নাড়ির যোগ। বাঙালীর আবেগের সঙ্গে মিশে রয়েছেন মৃৎ শিল্পী সনাতন রুদ্রপাল। তাঁর তুলির টানে মাটির প্রতিমা যেন প্রাণবন্ত হয়ে ওঠে। থিমের ভিড়ে সাবেকিয়ানা বেঁচে রয়েছে তাঁর মত গুঁটি কয়েক শিল্পীর হাত ধরেই। পদ্মশ্রী সম্মান পেয়ে আপ্লুত শিল্পী সনাতন রুদ্র পাল। তিনি নিজের সেই মূহূর্তেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে। শিল্পী বলেন, ‘এত বিরাট মাপের সম্মান পাওয়া আমার কাছে ভাগ্যের ব্যাপার। এক কথায় আমি অভিভূত’।