• Left won: শুভেন্দুর জেলায় ঝাঁঝালো সাফল্য বামেদের! লাল-ঝড়ে কাত TMC-BJP
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
  • Tamluk:

    আর মাত্র কয়েকমাস পরেই লোকসভা নির্বাচন। তার আগে ঘর গুছনোয় তুমুল ব্যস্ততা রাজনৈতিক দলগুলিতে। ছোট-ছোট মিছিল-পথসভা চলছে রাজ্যের আনাচে-কানাচে। এরই মধ্যে বামেদের (Left) জন্য খাস শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় ফের একটা ভালো খবর। ফের এক সমবায় সমিতির নির্বাচনে (co-operative society election) বিপুল জয় বাম প্রার্তীদের। তমলুকের (Tamluk) একটি সমবায় সমিতির নির্বাচনে বাম প্রার্থীদের ধারে কাছে ঘেঁষতে পারল না তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)