• Kejriwal: আসন্ন নির্বাচনে একলা চলার ডাক এবার কেজরিওয়ালেরও, রাজ্যের উন্নয়নে কী বার্তা দিলের দিল্লির মুখ্যমন্ত্রী?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
  • রবিবারই বিহারের রাজভবনে এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। ইন্ডিয়া জোটের সঙ্গে ইতিমধ্যেই তিনি ছিন্ন করেছেন সব সম্পর্ক। বাংলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে একলা চলার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি পাঞ্জাবেও আপ কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নয় বলে সাফ জানিয়ে একলা লড়াইয়ের ডাক দিয়েছে। বাংলা-বিহার-পাঞ্জাবের পর এবার হরিয়ানায় বড় ঘোষণা কেজরিওয়ালের। আপ জাতীয় আহ্বায়ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিধানসভা একা লড়বে দল। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, যে AAP হরিয়ানার ৯০ টি বিধানসভা আসনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে বিরোধী জোট ইন্ডিয়া জোটের অংশ হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)