• আজ বাংলা ছেড়ে বিহারের পথে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "ইন্ডিয়া" জোটে টালমাটাল পরিস্থিতি। জোট ছেড়ে এনডিএ-এর হাত ধরেই ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার। এমন পট পরিবর্তনের কয়েক ঘণ্টা পরেই সোমবার বিহারে প্রবেশ করবে রাহুল গান্ধীর "ভারত জোড়ো ন্যায় যাত্রা"। সোমবার সকালেও বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের। আজ সকালে চোপড়া থেকে বাসে করে কিষাণগঞ্জে পৌঁছবেন কংগ্রেস সাংসদ। সেখানে ২ কিমি পদযাত্রা করবেন। এরপর বিহারে প্রবেশ করবে ন্যায় যাত্রা। বিহারে দু"দিন থাকার পর, ৩১ জানুয়ারি ফের বাংলায় আসবেন তিনি। ৩১ জানুয়ারি মালদহে জনসভা রয়েছে রাহুলের। সূত্রের খবর, মালদহে রাহুলের ন্যায় যাত্রায় যোগ দেবেন সিপিএমের নেতারা। উপস্থিত থাকার কথা রয়েছে সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ সহ অনেকেরই। ১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে ন্যায় যাত্রায় রাহুলের পাশে থাকবেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
  • Link to this news (আজকাল)