• 'একসঙ্গে আছি, থাকব', নবমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিক্রিয়া নীতীশের ...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ন পট পরিবর্তন। সরকার ভেঙে রবিবার ইস্তফা দেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার বিকেলেই নতুন সরকার গঠিত হয় বিহারে।গেরুয়া শিবিরের সহায়তায় গঠিত নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন ফের নীতীশ। মুখ্যমন্ত্রী পদে বসেই নিজের প্রতিক্রিয়া জনিয়েছেন তিনি। বলেছেন, "আমরা একসঙ্গে আছি, থাকব।" ২০২২ সালেও এনডিএ জোটেই ছিলেন নীতীশ। পরে জোট ভেঙে আরজেডির সঙ্গে জোট তৈরি করে ক্ষমতায় এসেছিলেন তিনি। এবার ফের হাত ধরলেন বিজেপির। নবমবারের জন্য বিহারের মসনদে বসার পর, প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। নীতীশ বলেন, "আপনারা জানেন আমি কীভাবে এই মহাগঠবন্ধন জোটে এসেছিলাম, অনেকগুলি দলকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু পরের দিকে ঠিকমত কাজ হচ্ছিল না।" একই সঙ্গে তিনি বলেন, "আমি আগেও এনডিএর সঙ্গে ছিলাম। আমরা পৃথক পথে গিয়েছিলাম। এখন আমরা আবার একসঙ্গে, এবং একসঙ্গেই থাকব।" রবিবার আটজন মন্ত্রী শপথ নিয়েছেন। বাকিরা শীঘ্রই শপথ নেবেন বলেও জানিয়েছেন নীতীশ কুমার।
  • Link to this news (আজকাল)