• সপ্তাহান্তে জনজোয়ার আজকাল প্যাভিলিয়নে
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার, ছুটির দিন। অফিস যাওয়ার তাড়া নেই, বাড়ি ফেরারও তাড়া নেই। সে কারণে গেট খোলার সঙ্গে সঙ্গে দুপুর থেকেই ভিড় সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে। অন্যান্য দিনের মতোই এদিনও ভিড়ের ছাপ ধরা পড়েছে আজকাল প্যাভিলিয়নে। সাধারণ মানুষ তো বই কেনার ভিড় জমিয়েছিলেন, পাশপাশি স্টল ঘুরে দেখেছেন বিশিষ্টরাও। এদিন স্টলে এসেছিলেন রেডিও জকি অগ্নিজিৎ সেন। স্টলে টাঙানো বিরাট কোহলি এবং শুভমান গিলের ছবিটি দেখে তিনি বলেন, "ছবিটার বিচার আমি কতটা করতে পারব জানি না, তবে তার তলায় উত্তরাধিকার বলে যে ক্যাপশনটা ওটা আমার ফাটাফাটি লেগেছে। এসেছিলাম একটা বই কিনতে, এক ব্যাগ বই কিনে নিয়ে বেরোচ্ছি। দুর্দান্ত সংগ্রহ আজকালের।" সাহিত্যিক নন্দিতা বাগচী, ভারতের একমাত্র রিভার সাইক্লিস্ট সম্রাট মৌলিক, সুনেত্রা সাধু, নাট্যকার সৌমিত্র গুপ্ত। এসেছিলেন সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্রও। চলতি বছর বইমেলার আজকাল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা "সলিলদা ও গানের একগুচ্ছ চাবি।"
  • Link to this news (আজকাল)