Police-BJP Clash: বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ব্যারাকপুর, সুকান্তদের উপর জলকামান-লাঠিচার্জ, আহত বহু
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
আইনশৃঙ্খলা অবনতির অভিযোগে ব্যারাকপুরে বিজেপির সিপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পুলিশের ব্যারিকেড টপকে ঢুকে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলে। তার পরই জলকামান, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। ব্যারাকপুর চিড়িয়ামোড় থেকে বিটি রোডের দিকে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশের উপর হামলার অভিযোগে বহু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়।