• Rahul Gandhi: বুধে বাংলায় এসে কোথায় খাবেন রাহুল? চেয়েও মিলল না গেস্ট হাউস
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
  • Rahul Gandhi-Bharat Jodo Nyay Yatra:

    ফের এরাজ্যে রাহুল গান্ধীর কর্মসূচিতে ‘বাধা’। আর ক’দিনেই ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে মালদায় (Malda) ঢুকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী ৩১ জানুয়ারি মালদায় ঢোকার কথা কংগ্রেস সাংসদের (Congress MP)। ওই দিন সরকারি গেস্ট হাউসে তাঁর মধ্যহ্নভোজের বন্দোবস্ত করার কথা ভেবে রেখেছিল জেলা কংগ্রেস নেতৃত্ব। তবে রাহুল গান্ধীর জন্য সরকারি ওই গেস্ট হাউস ব্যবহারের অনুমতিই দেওয়া হল না। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)