আর দিন কয়েক পরেই শুরু এবছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। প্রতি বছরেই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Pariksha) দিনগুলিতে রাস্তাঘাটে বিশেষ নজরদারি চালায় প্রশাসন। এবারও তার অন্যথা হচ্ছে না। এবছর উত্তরবঙ্গের (North Bengal) জঙ্গল লাগোয়া এলাকার রাস্তাগুলিতে প্রশাসন তথা বনদফতরের তরফে বিশেষ নজরদারির বন্দোবস্ত থাকছে। গত বছর জলপাইগুড়িতেই (Jalpaiguri) জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির (Elephant) হানায় মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। মর্মান্তিক সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবছর চূড়ান্ত তৎপরতা নিচ্ছে বনদফতর (Foerst Department)।