কোহলির আগ্রাসন ক্রিকেট বিশ্বে বহু আলোচনার জন্ম দিয়েছে। ব্যাট হাতে হোক বা ফিল্ডিং করার সময়ে কোহলি সবসময় প্রতিপক্ষের আতঙ্ক। আর আগ্রাসী কোহলির সঙ্গে বহুবার বহু তারকার বিবাদ ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। জনসন থেকে নভিন উল হক বা গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব- কোহলির রোষানলে পড়েছেন দেশি-বিদেশি তারকারা।