• Nitish Kumar: নীতীশ কুমারের ‘ইন্ডিয়া’ ত্যাগে বিরোধী শিবিরের বিরাট সর্বনাশ, কতটা ক্ষতি হল?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
  • Nitish Kumar-BJP:

    এনডিএতে নীতীশের ফিরে আসা বিজেপির পক্ষে ভালো না-ও হতে পারে। বিহারে জাত সমীক্ষার স্থপতি নীতীশ কুমার। তিনিই সেই ব্যক্তি, যিনি ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জাত শুমারির আহ্বানকে তুলে ধরছিলেন। সামাজিক ন্যায়বিচারের দাবিকে জোরালো করেছিলেন। শুধু তাই নয়। নীতীশ বিরোধীদের (ইন্ডিয়া) ব্লকের প্রথম বৈঠকে সভাপতিত্বও করেছিলেন। ওই বৈঠক ২০২৩ সালের জুনে পাটনায় হয়েছিল। নীতীশ সামাজিক ন্যায়বিচারের ধুনো তুলে হিন্দুত্বকে মোকাবিলা করার চেষ্টা করেছিলেন। যে নীতি গ্রহণ করেছিল বাকি বিরোধী দলগুলো। এটি এমন একটি কৌশল, যা ১৯৯০ দশকের গোড়ার দিক থেকে বিহারে রীতিমতো কার্যকরী ফল দিচ্ছে। এর আগে মুলায়ম সিং যাদব ও মায়াবতীর জোট এই কায়দায় হেঁটেই ১৯৯৩ সালে বিজেপিকে ক্ষমতায় আসতে বাধা দিয়েছিল। কিন্তু, বিজেপি কর্পুরী ঠাকুরকে ‘ভারতরত্ন’ দেওয়ার কথা জানানোর পরই নীতীশ বিজেপির বিরুদ্ধে জাতপাত ইস্যুতে সমালোচনা কমিয়ে দেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)