• Loksabha 2024: রাম রাজ্যের অধিকার ছিনিয়ে নিতে মরিয়া অখিলেশ, আসন ভাগাভাগির আগেই শুরু চূড়ান্ত প্রস্তুতি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৯ জানুয়ারি ২০২৪
  • ইন্ডিয়া জোটের আসন-ভাগাভাগি ইস্যুতে বেশ কিছু রাজ্য উত্তাল। বাংলা-পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনে একা লড়াইয়ের ডাক দিয়েছে। এদিকে গতকালই নীতীশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-সঙ্গে জোট গড়েছে। শনিবার সমাজবাদী পার্টি (এসপি) ঘোষণা করেছে যে উত্তর প্রদেশে অখিলেশের দল কংগ্রেসকে ১১ টি লোকসভা আসন দেবে। ঠিক সেসময় কংগ্রেস দাবি করেছে, যে আসন ভাগাভাগি নিয়ে এখনও আলোচনা এখনও চলছে। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ইতিমধ্যেই কোন কোন আসনগুলিতে লড়াই করবে তা চূড়ান্ত করেছে। শুরু হয়ে গিয়েছে দলের তরফে প্রচারপর্বও।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)