• নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইজরায়েলে বিক্ষোভ-সংঘর্ষ ...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবাজ ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী তেলআবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছেন। নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তাঁরা আগাম নির্বাচন ও গাজা থেকে পণবন্দিদের ফিরিয়ে আনার দাবি জানান। প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইজরায়েলের সেনারা ভয়াবহ আগ্রাসনে লিপ্ত এবং হামাসকে নির্মূল করা ছাড়া কোনওমতেই নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ করবেন না বলে যখন অনড় অবস্থান গ্রহণ করেছেন, তখন তাঁর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিল হল। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে এখনও শতাধিক ইজরায়েলি বন্দি রয়েছেন। খবর একটি ইজরায়েলি দৈনিকের। হিব্রু ভাষার প্রভাবশালী ওই দৈনিকটি জানিয়েছে, কাপলান স্কয়ার থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। এ সময় পুলিশ সমাবেশকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বিক্ষোভকারীরা যে সব ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছিলেন সেগুলো কেড়ে নেয়। পুলিশের সঙ্গে বেশ কিছু বিক্ষোভকারীর হাতাহাতি ও সংঘর্ষ হয়।তেলআবিবের সমাবেশে অংশ নেওয়া লোকজন এখনই নেতানিয়াহুর পদত্যাগ এবং নির্বাচন দিতে হবে বলে স্লোগান দেন। তেলআবিব ছাড়াও জেরুজালেম, হাইফা, সিজারিয়া, কেফার সাভা, রেহভোত এবং বীরশেবা শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব বিক্ষোভ সমাবেশেও হাজার হাজার মানুষ অংশ নেন।
  • Link to this news (আজকাল)