• উড়ান চারঘণ্টা বিলম্ব, বিমানের এমার্জেন্সি দরজা খুলে প্রতিবাদ যাত্রীর!...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মেক্সিকো সিটি বিমানবন্দরে চার ঘণ্টা বিলম্বের পর অ্যারোমেক্সিকো এয়ারলাইন্সের এক যাত্রী বিমানের আপৎকালীন দরজা খুলে বিমানের একটি ডানায় হাঁটতে থাকেন। বৃহস্পতিবার মেক্সিকো সিটির মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়ানের ঠিক আগের মুহূর্তে এই ঘটনা ঘটে। ফ্লাইট অ্যাওয়ারের মতে, বিমানটি সাধারণত ০৮ টা ৫০ মিনিটে ছেড়ে ১০টা ৪৬ মিনিটে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু দীর্ঘ বিলম্বের পরে ২টা ১৯ পর্যন্ত এটি মেক্সিকো সিটি ছেড়ে যায়নি। রক্ষণাবেক্ষণের সমস্যার কারণে এই বিলম্ব হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় যাত্রীরা অসন্তুষ্ট ছিলেন। এদের মধ্যে একজন যাত্রী জরুরি দরজা খুলে বিমানের ডানায় উঠে পড়েন। বিমানটি সেদিন আর ওড়েনি যদিও। মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনও ক্ষতি হয়নি, তবে ওই যাত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল গুয়াতেমালাগামী একটি বিমান দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন যাত্রী জরুরি দরজা খুলে ডানায় দাঁড়িয়ে ছিলেন এবং তারপর কেবিনে পুনরায় প্রবেশ করেন। আন্তর্জাতিক নিরাপত্তা বিধি মেনে ওই ব্যক্তিকে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।" তবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ওই ব্যক্তিকে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কয়েকজন যাত্রী একটি লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে অন্তত ৭৭ জন যাত্রী ওই যাত্রীর তাৎক্ষণিক মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে স্বাক্ষর করেন। তারা বলেন, ‘সবার সমর্থন নিয়ে সবাইকে রক্ষা করতেই ওই যাত্রী এমন কাজ করেছেন।"
  • Link to this news (আজকাল)