• ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে এটাই স্বাভাবিক, বললেন শৌভিক...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী, ভুবনেশ্বর ইস্টবেঙ্গলের প্রথম একাদশে একমাত্র বাঙালি। লাল হলুদের মিডফিল্ড জেনারেল। ১২ বছর আগে ইস্টবেঙ্গল যখন শেষবার জাতীয় স্তরে ট্রফি জিতেছিল, মোহনবাগানে ছিলেন শৌভিক। দীর্ঘ বছর ধরে দাপটের সঙ্গে খেলছেন। তাই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার পর অধিনায়কের আর্মব্যান্ড খুলে শৌভিককে পরিয়ে দেন ক্লেইটন সিলভা। প্রচারের আলোয় না থাকলেও ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের পেছনে বড় অবদান রয়েছে তাঁর। এদিন অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ম্যাচটা শেষ করে দিতে পারতেন। কিন্তু শৌভিকের শট ক্রসপিসে লাগে। পরপরই লালকার্ড দেখে মাঠ ছাড়ায় শেষ মিনিট পর্যন্ত একশো গজে থাকা হয়নি। কিন্তু সেই নিয়ে কোনও আক্ষেপ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে পেরে তৃপ্ত। শৌভিক বলেন, "ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে, এটাই স্বাভাবিক। আগে এটা সাধারণ বিষয় ছিল। ইস্টবেঙ্গল নিয়মিত ট্রফি জিতত। কিন্তু কয়েক বছর ধরে পুরোনো ধারায় পরিবর্তন এসেছিল। এবার থেকে আবার সেটা বদলে যাবে।" একটা সময় যে দল চাপে পড়ে গিয়েছিল সেটা মেনে নিলেন। শৌভিক বলেন, "আমরা একটা সময় চাপে পরে গিয়েছিলাম। কিন্তু সেই চাপ কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি। দীর্ঘদিন ধরে সমর্থকরা ট্রফির অপেক্ষা করছিল। সেটা দিতে পেরে আমরা খুশি।" সমর্থকদের ট্রফি উৎসর্গ করে শৌভিক বলেন, "সমর্থকরা এতদিন ধরে টানা আমাদের সাপোর্ট করেছে। আমাদের খারাপ সময়ও আমাদের পাশে থেকেছে। তাই ওদের এই ট্রফি প্রাপ্য।" হাই-ভোল্টেজ ম্যাচ জয়ের রেশ এখনও কাটেনি। কয়েকমাস আগে ঘরের মাঠে হাতছাড়া হয়েছিল ডুরান্ড কাপ। এবার ভুবনেশ্বর থেকে ট্রফি নিয়ে ফিরতে পারায় উচ্ছ্বসিত বঙ্গসন্তান। 
  • Link to this news (আজকাল)