• নতুন বছরেও কোটায় আত্মহত্যার ধারা অব্যাহত
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "আমি ব্যর্থ", বাবা-মাকে চিঠি লিখে কোটায় আত্মঘাতী আরও এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী। নতুন বছরে এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা। পুলিশ সূত্রে খবর, ৩১ জানুয়ারি পরীক্ষা ছিল। ঠিক দুদিন আগে সোমবার শিক্ষা নগরী এলাকার এক ঘর থেকে ১৮ বছরের নিহারিকার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। বাবা, মায়ের উদ্দেশে চিঠিতে লেখা, "আমার পক্ষে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব না। তাই আত্মহত্যা করছি। আমি ব্যর্থ। এটাই শেষ উপায়। ক্ষমা করে দিও।" উল্লেখ্য, এর আগে ২৩ জানুয়ারি কোটায় উত্তরপ্রদেশের বাসিন্দা, এক নিট পরীক্ষার্থী আত্মঘাতী হন। পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কোটা প্রশাসন। তাতেও সুরাহা মিলছে না। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ১৮ জন, ২০১৬ সালে ১৭, ২০১৭ সালে ৭, ২০১৮ সালে ২০, ২০১৯ সালে ১৮, ২০২২ সালে ১৫, ২০২৩ সালে ২৯ জন পড়ুয়া আত্মঘাতী হন। মাঝে লকডাউনের জন্য ২০২০ সালে ও ২০২১ সালে বন্ধ ছিল কোটার কোচিং সেন্টার এবং হস্টেল। যার জন্য কোনও আত্মহত্যার রেকর্ড নেই। ২০২৪ সালে জানুয়ারিতে পরপর দুই পড়ুয়ার আত্মহত্যার খবর প্রকাশ্যে এল।
  • Link to this news (আজকাল)