• এনসিপি বনাম এনসিপি, বিধায়কদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় স্পিকারকে...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এনসিপি বনাম এনসিপি দ্বন্দ্ব মহারাষ্ট্রে। কয়েক মাস আগেই ভাইপো অজিত পাওয়ার এনসিপির সঙ্গ ত্যাগ করে। তারপরেই অজিত গোষ্ঠীর বিধায়কদের অযোগ্যপ ঘোষোণা করার আর্জি জানিয়েছিল শরদ গোষ্ঠী। এই পরিস্থিতিতে দেশের শীর্ষ আদালত, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকারকে সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার গোষ্ঠীর বিধায়কদের অযোগ্য ঘোষণা করার বিষয়ে শরদ পাওয়ার গোষ্ঠীর আবেদন বিবেচনা করার জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। মহারাষ্ট্রের রাজনীতিতে পট পরিবর্তন করেছিলেন শিন্ডে। শিবসেনা ছেড়ে উদ্ধব ঠাকরের হাত ছেড়ে, একনাথ শিন্ডে বিজেপির সহায়তায় সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসেন। কিছুদিন আগেই শিন্ডে শিবিরকেই আসল শিবসেনার তকমাও দেওয়া হয়েছে। এসবের মাঝেই অজিত পাওয়ার হাত ছাড়েন শরদ পাওয়ারের। এই মুহূর্তে শিন্ডে সরকারের উপমুখ্যমন্ত্রী তিনি।
  • Link to this news (আজকাল)