• কলকাতা হাইকোর্ট থেকে শীর্ষ আদালতে সরল মেডিক্যাল দুর্নীতি মামলা...
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাতের জের। কলকাতা হাইকোর্ট থেকে মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা সরল সুপ্রিম কোর্টে। সোমবার এ নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বের পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ। বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু। আগামী ৩ সপ্তাহ পর সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে। সব পক্ষকে লিখিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, "সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ নিয়ে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। আমরা কোনও মন্তব্য করলে হাইকোর্টের উপর তার প্রভাব পড়বে। বিষয়টি আমরা অন্য ভাবে সমাধান করব।" উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। যা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়। মামলাটি ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠার পরেই তিনি মন্তব্য করেন, বিচারপতি সৌমেন সেনের আচরণ "রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা" ব্যক্তির মতো। দুই বিচারপতির এই সংঘাতের কারণে মামলা সরল সুপ্রিম কোর্টে।
  • Link to this news (আজকাল)