• 'পরীক্ষা পে চর্চা', পড়ুয়াদের সঙ্গে কথোপকথনে মোদি
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একটা সময় চর্চায় ছিল, চায়ে পে চর্চা। তবে এবার দেশের প্রধানমন্ত্রী বসেছেন পরীক্ষা পে চর্চায়। পড়ুয়াদের সঙ্গে কথোপকথনে মোদি। প্রতি বছরই পরীক্ষার আগে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। শেষ মুহূর্তের টিপস দেন, স্ট্রেস রিলিফ করার চেষ্টা করেন। পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা পে চর্চা যে তাঁর কাছেও একটি পরীক্ষার মতো, সেকথাও উল্লেখ করেন মোদি। বলেন, পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি সব সময় বেশি। পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে জোর আলোচনা এই সময়ে। দেশের প্রধানমন্ত্রী এদিন বলেন, প্রতিযোগিতা ছাড়া জীবন ইচ্ছাহীন জীবন, কিন্তু পড়ুয়াদের মধ্যে প্রতিযোগিতা স্বাস্থ্যকর হয়া উচিত। অভিভাবকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। শিশুদের অন্যের সঙ্গে তুলনা না করার পরামর্শ দিয়েছেন অভিভাবকদের। ছাত্র-শিক্ষকদের সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন তিনি।
  • Link to this news (আজকাল)