• ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা
    আজকাল | ২৯ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৯ বার তলব এড়ানোর পর সোমবার সাতসকালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে হাজির ইডির আধিকারিকরা। জমি দুর্নীতি ও আর্থিক তছরূপের মামলায় হেমন্তের দিল্লির বাড়িতে হানা ইডির। জমি দুর্নীতি মামলার তদন্তে ২০ জানুয়ারি রাঁচিতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ইডির আধিকারিকরা পৌঁছন। সেখানে প্রায় সাত ঘণ্টা ধরে সোরেনকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। সেদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়। তদন্ত জারি থাকায় তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানায় ইডি। এরপর ২৭ জানুয়ারি ইডি হেমন্তকে নতুন করে চিঠি পাঠিয়ে আগামী সপ্তাহে ফের মামলার তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দেয়। ২৯ জানুয়ারি বা ৩১ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য সময় নিশ্চিত করতে বলা হয়েছিল। কিন্তু হেমন্তের তরফে কোনও উত্তর মেলেনি। এরপরই সোমবার তাঁর বাসভবনে হাজির হলেন আধিকারিকরা।
  • Link to this news (আজকাল)