পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। বাংলার বাছাই ৩৫টি ক্লাবকে অনুদান দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর আগে আবেদনকারী রাজ্যের বিভিন্ন ক্লাবকে আর্থিক অনুদান দিয়ে থাকেন। এবার সেই নীতি মেনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বাছাই ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দিল।