আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে সিএএ ঘোষিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইঙ্গিতে আগেই একথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সোমবার, সেই সুরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিএএ-র ডেটলাইন ঘোষণা করে দিলেন। জানালেন, ২৯ ফেব্রুয়ারির মধ্যে চালু করা হবে সিএএ।