Christianity-Kolkata: শহর কলকাতায় ছড়িয়ে আছে খ্রিস্টান সম্প্রদায়, তাঁদের উপাসনালয়গুলোর ইতিহাস জানলে চমকে উঠবেন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
আমাদের প্রিয় শহর কলকাতা। যে শহরে রয়েছে বিভিন্ন ধর্মের উপাসনালয়। তারই অন্যতম খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনাগৃহ। বড়দিন থেকে ইংরেজি নতুন বছর, কলকাতার পথে শহরবাসীর ঢল নামে। জাতি-ধর্ম নির্বিশেষে খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনাগৃহে ভিড় জমান এই শহরের মানুষ। কিন্তু, আমরা ক’জন সেই সব উপাসনালয়ের ইতিহাস জানি? চলুন, তারই কয়েকটির রোমাঞ্চকর ইতিহাস দেখে নেওয়া যাক।