Team India: একদম ঝাঁঝরা হয়ে গেল টিম ইন্ডিয়া! দ্বিতীয় টেস্টে সেরা ৩ তারকাই বাইরে, বজ্রপাতের পর বজ্রপাত রোহিতদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
India vs England 2nd test:
প্ৰথম টেস্ট হারের ক্ষত ২৪ ঘন্টাও কাটেনি। রবীন্দ্র জাদেজা হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসেই ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কবলে পড়েছিলেন। তিনি তো বটেই বিশাখাপত্তনম টেস্টে খেলতে পারবেন না কেএল রাহুল-ও। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে শুরু হতে চলা টেস্টে জাদেজা, রাহুল কেউ থাকছেন না।