• মালদ্বীপের প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে বিরোধীরা...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এমডিপি এবং ডেমোক্র্যাট দল পার্লামেন্টে এই প্রস্তাব আনার ব্যাপারে সকলের স্বাক্ষর সংগ্রহ করেছে। ৮৭ আসনের সংসদে এই দুই দলের ৫৫ জন সদস্য রয়েছেন। ইমপিচমেন্ট প্রক্রিয়া আরও সহজতর করতে পার্লামেন্ট সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশনামা সংশোধন করেছে। মালদ্বীপের সংবিধান অনুযায়ী ইমপিচমেন্ট আনার জন্য ৫৬ জন সদস্যের সম্মতি প্রয়োজন। প্রসঙ্গত, রবিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালদ্বীপের পার্লামেন্ট। মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সাংসদদের সঙ্গে শাসকদল পিপলস ন্যাশনাল কংগ্রেস ও শরিক প্রগেসিভ পার্টি অফ মালদ্বীপের এমপিদের তুমুল হাতাহাতি হয়। এই ঘটনার পরই মুইজ্জুর সরকারের বিরুদ্ধে ইমপিটমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় এমডিপি। সেই প্রক্রিয়া শুরু করার জন্য একটি অনাস্থা প্রস্তাব আনবে তারা। এর জন্য যতগুলো স্বাক্ষরের প্রয়োজন ইতিমধ্যে সব স্বাক্ষর জোগাড় করে ফেলেছে বিরোধী দল। শীঘ্রই পার্লামেন্টে পেশ করা হবে প্রস্তাব। ফলে গদি খোয়াতে পারেন মুইজ্জু।  
  • Link to this news (আজকাল)