• দ্বিতীয় টেস্টে নেই রাহুল-জাদেজা, সরফরাজের জন্য খুলল দরজা...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেই ভারতীয় অলরাউন্ডার। অন্যদিকে বিনা মেঘে বজ্রপাত। দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন কেএল রাহুলও। জোড়া ধাক্কায় সমস্যায় ভারত। সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে দুই সিনিয়র ক্রিকেটারের ছিটকে যাওয়ার কথা জানানো হয়। এদের বদলি হিসেবে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। শেষমেষ ধারাবাহিকতার ফল পেলেন সরফরাজ খান। তিন বছর ধরে এই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন সরফরাজ। দৌড়েছেন স্বপ্নের পেছনে। মুম্বইয়ের ব্যাটার ছাড়াও সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার। জাদেজাকে যে দ্বিতীয় টেস্টে নাও পাওয়া যেতে পারে সেটা জানাই ছিল। কিন্তু কেএল রাহুলকেও যে পাওয়া যাবে না সেটা জানা ছিল না। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুলের ডান উরুতে ব্যথা আছে। তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। সেই কারণেই তাঁকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আপাতত বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন দু"জন। তৃতীয় টেস্টে রাহুল, জাদেজাকে পাওয়া যাবে বলেই আশা করা যায়। 
  • Link to this news (আজকাল)