• চোটের জন্য দ্বিতীয় টেস্টে অনিশ্চিত জাদেজা, সমস্যায় ভারত...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথম টেস্টে লজ্জার হারের পর দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। বিশাখাপত্তনামে অনিশ্চিত রবীন্দ্র জাদেজা। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে ভারতীয় অলরাউন্ডারের। বোর্ডের এক সূত্র জানান, "জাদেজার হ্যামস্ট্রিংয়ে চোট আছে। টিয়ার নয়। দ্বিতীয় টেস্ট খেলতে না পারলে, তৃতীয় টেস্টের আগে ফিট হয়ে যাবে।" এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমার এখনও ফিজিওর সঙ্গে কথা হয়নি। কথা বলার পর বুঝতে পারব জাদেজার চোট কতটা গুরুতর।" শোনা গিয়েছে, জাদেজার স্ক্যান রিপোর্ট মুম্বইয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই জানা যাবে জাদেজা আদৌ দ্বিতীয় টেস্টে খেলতে পারবে কিনা। হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন বেন স্টোকসের হাতে রান আউট হওয়ার সময় চোট পান জাদেজা। অস্বস্তিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে চোটের গুরুত্ব বোঝা যায়নি। পরিস্থিতি যা তাতে দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা প্রায় নেই জাদেজার। ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনামে শুরু দ্বিতীয় টেস্ট। সেই টেস্টেও নেই বিরাট কোহলি। তারওপর জাদেজার না থাকা ভারতীয় দলের জন্য বড় ক্ষতি। স্পিন সহায়ক উইকেটে তাঁর অনুপস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে। 
  • Link to this news (আজকাল)