• ‌ লোকসভার আগেই হবে রাজ্যসভার নির্বাচন
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি আর হয়তো কিছুদিন বাদেই বেরোবো। তার আগেই রাজ্যসভার নির্বাচন হবে দেশ জুড়ে। নির্বাচন কমিশনের তরফে সোমবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলার পাঁচটি আসন–সহ দেশের ১৫টি রাজ্যের ৫৬টি আসনে হবে ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ ফেব্রুয়ারি। প্রসঙ্গত, রাজ্যসভার ৫০ সাংসদ অবসর নিচ্ছেন ২ এপ্রিল। বাকি ৬ জন অবসর নেবেন ৩ এপ্রিল। সেই শূন্যস্থান পূরণের জন্যই এই নির্বাচন। এদিকে, বাংলায় মেয়াদ শেষ হওয়া পাঁচ সাংসদের মধ্যে চার জন তৃণমূলের–নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস এবং শান্তনু সেন। এছাড়া রয়েছেন কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি। এদিকে, বাংলার পাঁচটি ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিন, বিহারের ছয়, ছত্তিশগড়ের এক, গুজরাতের চার, হরিয়ানার এক, হিমাচল প্রদেশের এক, কর্নাটকের চার, মধ্যপ্রদেশের পাঁচ, মহারাষ্ট্রের ছয়, তেলঙ্গানার তিন, উত্তরপ্রদেশের ১০, উত্তরাখণ্ডের এক, ওড়িশার তিন এবং রাজস্থানের তিন আসনে ভোট হবে এই দফায়।
  • Link to this news (আজকাল)