• ‌‌রাজ্যে জোট ভাঙার জন্য ফের অধীরকেই দায়ী করলেন অভিষেক...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগে রাজ্যে রাজ্যে আসন বন্টন নিয়ে কংগ্রেসকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। আক্রমণ করলেন এরাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকেও। সোমবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এক প্রশাসনিক পর্যালোচনার পর অভিষেকের অভিযোগ, আসন বন্টন নিয়ে আলোচনার কথা বলা হলেও কংগ্রেসের তরফে সাড়া পাওয়া যায়নি। সেইসঙ্গে রাজ্যের বকেয়া পাওনা নিয়েও প্রদেশ কংগ্রেস নেতারা বিজেপিকে আক্রমণ করেনি। এই প্রসঙ্গেই অধীরের নাম না করে তিনি বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলায় রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। তিনি বিজেপির লাভের কথাই বলছেন। তাঁর অভিযোগ, কংগ্রেসের হাইকমান্ড একরকম বলছে। কিন্তু অধীরের গলায় অন্য সুর। উদাহরণ দিতে গিয়ে অভিষেক বলেন, ‘‌প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন আমার বিরুদ্ধে লড়ুক মমতা।’‌ এই ধরনের কথায় যে বিজেপিরই লাভ হচ্ছে এদিন সেই অভিযোগই করেছেন অভিষেক। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি যায় ইডি। কিন্তু শেষপর্যন্ত ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতে পারেননি। স্থানীয়দের বাধার মুখে পড়ে তাঁদের ফিরে আসতে হয়। স্থানীয়দের হাতে প্রহৃত হন ইডি আধিকারিকরা। মাথাও ফাটে এক ইডি আধিকারিকের। ঘটনা প্রসঙ্গে পরবর্তী সময়ে শাসকদলের বরিষ্ঠ নেতা ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যাকে বলেছিলেন ‘‌জন বিস্ফোরণ’‌। আবার একাংশের নেতা এই অভিযোগও করেছিলেন কেন স্থানীয় পুলিশকে না নিয়ে ইডি গেল। কিন্তু সোমবার অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সন্দেশখালিতে যা ঘটেছে তা না ঘটলেই ভাল হত। 
  • Link to this news (আজকাল)