• বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ব্যারাকপুরে ধুন্ধুমার, লাঠিচার্জের সঙ্গে ব্যবহার জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রণক্ষেত্র ব্যারাকপুর। বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের সঙ্গে ব্যবহার হল জলকামান ও কাঁদানে গ্যাসের শেল। পাল্টা বিজেপি সমর্থকরা পুলিশের দিকে ইঁটবৃষ্টি করে বলে অভিযোগ। বিজেপির তরফে দাবি করা হয়েছে, সোমবারের এই ঘটনায় তাদের ২৫ জন সমর্থক আহত হয়েছেন।  এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির আইন অমান্য ঘিরে বারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে তুঙ্গে ছিল প্রস্তুতি। চিড়িয়া মোড়ে পুলিশের তরফে তৈরি করা হয় ব্যারিকেড। কিন্তু বিজেপি কর্মী-সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই পুলিশ বাধা দেয়। সেইসময় বিজেপি সমর্থকদের তরফে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করা হয়। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। শুরু করে লাঠিচার্জ। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে জলকামানের ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।  অভিযোগ, পুলিশের লাঠির ভয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করলেও তাঁদের ওপরেও লাঠি চালিয়েছে পুলিশ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, কর্মী-সমর্থকদের মাথায় পর্যন্ত লাঠি চালিয়েছে পুলিশ। ঘটনার নিন্দা করেছেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। যদিও বারাকপুর পুলিশের তরফে দাবি, পুলিশ যা করেছে তা আইনের মধ্যে থেকেই করেছে।
  • Link to this news (আজকাল)