• চারুলতাকে নিয়ে বই, প্রকাশিত হল লীনা গঙ্গোপাধ্যায়ের 'ইতি মাধবী'...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • রিয়া পাত্রচারুকে চিনেছেন একান্ত ভাবে। দীর্ঘকালের আলাপ, সখ্যতায় জেনেছেন তাঁর যাপন কথা। মাধবী মুখোপাধ্যায়কে কাছ থেকে দেখে এবার লীনা গঙ্গোপাধ্যায় লিখলেন "ইতি মাধবী"। যে বইয়ের শুরুতে লেখিকা লিখেছেন, "আমার জীবনে একটি অনন্ত তারার নাম মাধবী। এই তারার স্থির এবং স্নিগ্ধ আলো আমাকে আশ্চর্য করে, মুগ্ধ হই বারবার।" কারিগর প্রকাশন থেকে সোমবার প্রকাশিত হল সেই বই। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সাহিত্যিক, অধ্যাপক পবিত্র সরকার। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট জনেরা। বইয়ের ভুমিকা লিখেছেন খোদ মাধবী মুখোপাধ্যায়। যেখানে উঠে এসেছে লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ, সম্পর্ক সহ আরও নানান কথা। অনুষ্ঠানে বইয়ের ভূমিকা পাঠ করে শোনান লীনা গঙ্গোপাধ্যায়।
  • Link to this news (আজকাল)