• প্রতি ঘন্টায় দেড় কোটি টাকার কাজ, 'ডায়মন্ড' ছকেই আস্থা অভিষেকের...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "ডায়মন্ড হারবার" মডেলেই আস্থা ডায়মন্ড হারবার সাংসদের। সোমবার জেলার প্রশাসনের আধিকারিক ও অন্যান্যদের সঙ্গে এই কেন্দ্রের উন্নয়ন নিয়ে এক পর্যালোচনার পর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি দাবি করেন, কাজের নিরীখে দেশের যে কোনও সাংসদের এলাকা থেকে এগিয়ে ডায়মন্ড হারবার। অভিষেকের কথায়, "টাকার অঙ্কে এই লোকসভা এলাকায় প্রতি ঘন্টায় ১.৫ কোটি টাকার কাজ হয়েছে। কেউ চাইলে সম্পূর্ণ খতিয়ান পাঠিয়ে দিতে পারি।"  কাজের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, "এই লোকসভা কেন্দ্রে ৫ লক্ষ ৮০ হাজার মহিলা লক্ষীর ভান্ডার পেয়েছেন। ৭০ হাজারেরও বেশি লোককে দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা।" তুলে ধরেন এই লোকসভা এলাকায় অন্যান্য উন্নয়নমূলক কাজের কথাও। করোনার সময় এই লোকসভা কেন্দ্রে যেভাবে এই রোগের বিরুদ্ধে কাজ হয়েছিল তার নাম হয়েছিল "ডায়মন্ড হারবার মডেল"। সোমবার তাঁর কথায়, যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে সেটাই ডায়মন্ড হারবার মডেল। এই প্রসঙ্গেই কেন্দ্রকে একহাত নিয়ে অভিষেক বলেন, কেন্দ্র থেকে কোনও সহযোগিতা না পেয়েও রাজ্য তার প্রচেষ্টায় উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
  • Link to this news (আজকাল)