• সাজছে বইমেলা, আসছেন হাসিনা
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • সমীর দে, ঢাকা:‌ ‌আর মাত্র দুই দিন। তারপরই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। প্রাণের এই মেলার উদ্বোধন করতে বৃহস্পতিবার অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি বাংলা অ্যাকাডেমিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহুর্তে চলছে প্রস্তুতির কাজ। এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি একটিও স্টল। বেশীরভাগ স্টলের ৪৫ থেকে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। অনেকেই জানিয়েছেন, উদ্বোধনের আগেই স্টলগুলো পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হবে। সোমবার সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, চারদিকে ঠুকঠাক আওয়াজ। বেশীরভাগ স্টলের কাঠামো দাঁড় করানোর কাজ চলছে। কিছু কিছু স্টলে প্রকাশনা প্রতিষ্ঠানের নামের বোর্ড লাগানো হলেও বাকি বহু কাজ। স্টল বানানোর কাজে শ্রমিকরা এতটাই ব্যস্ত যেন কথা বলার ফুসরত নেই। সব স্টলেই শ্রমিকদের নির্দেশ দিতে উপস্থিত প্রকাশনা সংস্থার কর্মকর্তারা। মেলা প্রাঙ্গণে হাতুড়ি–পেরেকের শব্দ বেশি। কোনও স্টলে চলছে রংয়ের কাজ। পহেলা ফেব্রুয়ারি উদ্বোধনের পর পদক বিজেতাদের মধ্যে ক্রেষ্ট ও সনদ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেও মেলা ঘুরে দেখবেন। 
  • Link to this news (আজকাল)