• নেতিবাচক শরীরীভাষা, হারের ভয়ই ভরাডুবির কারণ, দাবি ভারতের প্রাক্তনীর...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদে প্রথম টেস্ট হারার পর প্রশ্নের মুখে রোহিত শর্মার দল। রোষের মুখে ব্যাটাররা। বিশেষ করে শুভমন গিল, শ্রেয়স আইয়াররা। এবার সমালোচনা মুখর দীনেশ কার্তিক। ভারতের প্রাক্তনীর দাবি, রোহিতদের শরীরীভাষা নেতিবাচক ছিল। একই সঙ্গে হারের ভয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হারার প্রধান কারণ। টেস্টের অধিকাংশ সময় ভারতীয়দের দাপট ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে অলি পোপের দুরন্ত শতরান এবং টম হার্টলের সাত উইকেট ম্যাচ ঘুরিয়ে দেয়। কার্তিক মনে করেন, দুই দলের মধ্যে ক্রিকেট সংস্কৃতির একটা বড় পার্থক্য আছে। একইসঙ্গে জানান, ভারতীয় ব্যাটাররা খোলা মনে শট খেলতে পারেনি। কার্তিক বলেন, "দুই দলের মধ্যে ক্রিকেট সংস্কৃতির বিস্তর ফারাক রয়েছে। ভারতীয় হিসেবে ব্যর্থতার আতঙ্ক সর্বত্র আমাদের মনের ভেতর থাকে। আশা করব ফ্যানরা বুঝতে পারবে মাঝেমধ্যে কেন হাত খুলে শট খেলা কঠিন হয়ে যায় ভারতের টপ অর্ডারের। ওরা খোলা মনে খেলতে চায়, কিন্তু ব্যর্থতার ভয় থাকে মনের ভেতর।" কার্তিক মনে করেন, তৃতীয় দিনের শেষে ক্লান্তি গ্রাস করেছিল ভারতীয় ক্রিকেটারদের। পোপের ইনিংসের কোনও জবাব ছিল না তাঁদের কাছে। এই প্রসঙ্গে কার্তিক বলেন, "অনেকেই যারা খেলা দেখেছেন তাঁরা জানেন, তৃতীয় দিনের শেষে ক্লান্ত দেখাচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের। শরীরীভাষাও নেতিবাচক ছিল। ম্যাচের বিভিন্ন সময় ভারতকে ছাপিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু কোনও জবাব ছিল না রোহিতদের কাছে। কঠিন সময় ভারতের লড়াই করার মানসিকতা ছিল না। তারই খেসারত দিতে হল।" ২ ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট। কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা ছাড়া জেতা খুব সহজ হবে না। 
  • Link to this news (আজকাল)