• ‌ জলদস্যুদের হাত থেকে ১৯ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হাত থেকে আরও একটি অপহৃত জাহাজ ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। উদ্ধার করা হয়েছে ১৯ জন পাক নাবিককে। টুইটে নৌবাহিনী জানিয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান। নৌবাহিনী সূত্রে জানা গেছে, ইরানি পতাকাবাহী মাছ ধরার ভেসেল আল নাঈমি সোমবার রাতে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন জলদস্যু–সহ এআই নইমি নামে একটি জাহাজ মাছ ধরার ভেসেলটি অপহরণ করে। অভিযান চালিয়ে অবশেষে ভেসেলটি জলদস্যুদের হাত থেকে ছিনিয়ে এনেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ভেসেলটিতে ১৯ জন নাবিক ছিলেন। সকলেই পাকিস্তানের নাগরিক। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। হামলাকারী জাহাজের ১১ জন জলদস্যুকে পাকড়াও করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)