• নীতীশ হাত ছাড়ার পর প্রথম নির্বাচনী লড়াই বিজেপি বনাম ইন্ডিয়া জোটের ...
    আজকাল | ৩০ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নীতীশ কুমার ছিলেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম সূত্রধার। সেই নীতীশ কুমারই আবার ইন্ডিয়া জোট ত্যাগ করে, বিজেপির সহায়তায় সরকার গড়লেন বিহারে। নীতীশের এই সিদ্ধান্তের পর, প্রথম বার নির্বাচনে মুখোমুখি বিজেপি এবং ইন্ডিয়া জোট চন্ডীগড়ের মেয়র নির্বাচনে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে একজোটে লড়াই করবে আপ এবং কংগ্রেস। পরিস্থিতি বিচারে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন কয়েকশ পুলিশ কর্মী। যদিও এই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা ছিল ১৮ জানুয়ারি, তবে প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণে পিছিয়ে যায় নির্বাচন। উল্লেখ্য, ৩৫ সদস্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন হাউসে আপ-কংগ্রেস জোটের ২০টি আসন। অন্যদিকে ১৪ কাউন্সিলর সহ কীরণ খের সহ বিজেপির দিকে ১৫ ভোট। ম্যাজিক ফিগার ১৯। এই নির্বাচন নিয়েও আইনি লড়াই চলেছে। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২৪ জানুয়ারি নির্দেশ দিয়েছিল, ৩০ জানুয়ারি নির্বাচন সম্পন্ন করার জন্য। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
  • Link to this news (আজকাল)