• গাড়ি থেকে নামিয়েই দড়ি বেঁধে হিড় হিড় করে টান! ED অফিসের বাইরে হইচই!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ৩০ জানুয়ারি ২০২৪
  • ED-CGO Complex:

    নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে খাদ্য দফতরের কেলেঙ্কারির তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahajan Seikh) বাড়িতে তল্লাশি করতে গিয়ে বেদম মারধর চলেছে ইডি আধিকারিকের ওপর। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে সর্বত্র চর্চা চলছে। এবার এক ভুয়ো ইডি অফিসারের হাত দড়ি দিয়ে বেঁধে একদল লোক সিজিও কমপ্লেক্সে হাজির হন। সেখান থেকে নিয়ে যাওয়ার সময় বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনায় সিজিও কমপ্লেক্স চত্বরে হাজির লোকজনও হকচকিয়ে যায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)